আজকের যুব সমাজের কাছে মাদক, ধুমপানের মতো মারাত্বক যে ব্যধিটি দেখা দিয়েছে তা হচ্ছে “বিয়ের পূর্বে অবৈধ প্রেম বা সম্পর্ক”। এই ক্ষেত্রে সমাজ ও এখন আর তেমন কোনো বাধা দেয় না। এর কারণ হিসেবে বলা যেতে পারে ইসলামী জ্ঞানের অভাব এবং আজকের যুগের অপসংস্কৃতি। এখন প্রশ্ন হচ্ছে-
বিবাহের পূর্বে প্রেম করা কি ইসলামে জায়েজ?
বিবাহ পূর্ব প্রেম হারাম। আল্লহ তায়ালা সূরা আল মায়িদা’র ৫ নাম্বার আয়াতে বলেন-
”তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর তাদেরকে স্ত্রী করার জন্যে, কামবাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্যে নয়”
0 Comments
Thanks for your important comments. If this is your problem I will try to sloved this.